পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আগের সংবাদ

খুলনায় ফুটলো পাগলী মায়ের কোলে নতুন প্রাণ, কিন্তু নেই সন্তানের পিতার পরিচয়!

পরের সংবাদ

ভূমি অফিসে নেই দুর্নীতি, সেবা দিতেই ব্যস্ত আমজাদ হোসেন!

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫ , ৪:২৫ অপরাহ্ণ আপডেট: জুলাই ২৯, ২০২৫ , ৪:২৮ অপরাহ্ণ

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলের চালুয়াহাটি ও মশ্বিমনগর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মো. আমজাদ হোসেন তার সেবার মান দিয়ে স্থানীয়দের হৃদয় জয় করেছেন। দায়িত্ব নেয়ার পর মাত্র ৮ মাসেই সাধারণ জনগণের মধ্যে তিনি তৈরি করেছেন আস্থা ও প্রশংসার পরিবেশ।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ভূমি অফিসে দীর্ঘদিনের হয়রানি ও দুর্নীতির অভিযোগ পেছনে ফেলে বর্তমানে এই দুটি ইউনিয়নে আমজাদ হোসেনের নেতৃত্বে ভূমি সেবা স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে দিয়ে পরিচালিত হচ্ছে। তিনি নিয়মিত সময়মতো অফিসে উপস্থিত হয়ে সরাসরি সেবা প্রদান করছেন এবং অফিসের সকল কর্মচারীকে নির্দেশনা দিচ্ছেন যাতে কেউ যেন হয়রানির শিকার না হন।

চালুয়াহাটি ইউনিয়ন ভূমি অফিস ঘুরে দেখা গেছে, গ্রাহকরা জমি সংক্রান্ত নানা সেবা যেমন—খতিয়ান, নামজারি ও অন্যান্য দলিল যাচাই-বাছাইয়ের কাজ—একেবারে ঘুষমুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়ায় পাচ্ছেন। স্থানীয় একাধিক সেবাগ্রহীতা জানান, “আগে আমাদের অনেক ভোগান্তি হতো, এখন এক টাকাও ঘুষ ছাড়াই কাজ শেষ হচ্ছে। এটা কল্পনাও করিনি।”

সম্প্রতি একান্ত আলাপকালে কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, “আমি শুধু সরকারি দায়িত্ব পালন করছি না, বরং একজন সেবক হিসেবে জনগণের পাশে থাকতে চাই। সরকারি সম্পদ ও সেবার মান নিশ্চিত করাই আমার প্রধান অঙ্গীকার।”

স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরাও জানিয়েছেন, তার মতো সৎ ও দায়িত্ববান কর্মকর্তা পেলে দেশের ভূমি অফিসগুলো দুর্নীতিমুক্ত হবে। সাধারণ মানুষের কথা মতো, আমজাদ হোসেনের মতো একজন কর্মঠ ও সদাচারী কর্মকর্তা ভূমি অফিসের চিত্রই পাল্টে দিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়