প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫ , ২:০৯ অপরাহ্ণ আপডেট: জুলাই ২৮, ২০২৫ , ২:০৯ অপরাহ্ণ
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে সাময়িক ওয়াকআউট করেছে বিএনপির প্রতিনিধি দল। সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ২০তম দিনের বৈঠক শুরুর কয়েক মিনিট পরই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বের হয়ে যান।
রাষ্ট্রের সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নির্বাচন কমিশন বাদে অন্য চারটি প্রতিষ্ঠানের বিষয়ে আলোচনা হলে বিএনপি অংশগ্রহণ করবে না। গত ২২ জুলাই জানিয়ে দিয়েছিল বিএনপি।
সাংবাদিকদের তিনি জানান, আজ সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক), মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল বিধান সম্পর্কিত আলোচনা করায় মূলত এ ওয়াকআউট।
তিনি জানান, ওয়াকআউট করলেও দিনের অধিবেশনে যেকোনও সময় যোগ দিতে পারেন তারা।
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।