সাতক্ষীরার শ্যামনগরে চায়ের দোকানের আড়ালে বিদেশি মদের কারবার! গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দোকান থেকে দুই বোতল বিদেশি মদসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার কাঁচাবাজার এলাকার একটি চায়ের দোকানে এই অভিযান চালানো হয়। আটক ব্যক্তির নাম বিশ্বজিৎ মন্ডল (২২), তিনি উপজেলার চন্ডীপুর গ্রামের অবিনাশ মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দোকানের আড়ালে মাদক বেচাকেনা করছিলেন তিনি। অভিযানে তার দোকানে তল্লাশি চালিয়ে পুলিশ দুই বোতল বিদেশি মদ উদ্ধার করে।
এ ঘটনায় বিশ্বজিৎ মন্ডলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।”
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।