সাবধানে দলীয় শৃঙ্খলা ভাঙার খেসারত, ছাত্রদল নেতা আজীবনের জন্য বহিষ্কৃত

আগের সংবাদ

বেনাপোল সীমান্তে ভারতে পালানোর সময় আটক শ্রমিকলীগ নেতা

পরের সংবাদ

গণঅভ্যুত্থানের আগে দলীয় সন্ত্রাসে নিহতদের তালিকা তৈরির নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫ , ৮:০৫ অপরাহ্ণ আপডেট: জুলাই ২৪, ২০২৫ , ৮:০৮ অপরাহ্ণ

চব্বিশে জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে, অতীতের রাজনৈতিক সহিংসতার শিকার হওয়া নিহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শহীদ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশ দেন তিনি।

বৈঠকে আবরার ফাহাদের বাবা মোহাম্মদ বরকত উল্লাহ, ছোট ভাই আবরার ফাইয়াজ এবং মামা মোহাম্মদ মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন। তারা প্রধান উপদেষ্টার কাছে দেশের বিভিন্ন সময়ে আওয়ামী লীগের ছাত্রসংগঠনসহ দলীয় সন্ত্রাসীদের হামলায় নিহত ব্যক্তিদের তালিকা তৈরির অনুরোধ জানান এবং প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

আবরারের বাবা বলেন, “দেশের স্বার্থে কথা বলার কারণেই আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সে অসম পানি বণ্টনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলো।” তিনি আরও বলেন, “আমার স্ত্রী আজও ছেলের জন্য কাঁদেন। আমি চাই না আর কোনো মা তার সন্তান হারাক।”

এসময় তিনি কুষ্টিয়ার গড়াই নদীর উপর একটি সেতু নির্মাণের দাবিও প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন, যেটির অভাবে স্থানীয় প্রায় ৩০ হাজার মানুষ প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন।

আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও শিক্ষার্থীবান্ধব করার আহ্বান জানান। তিনি বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এখনো পর্যাপ্ত ল্যাব, সরঞ্জাম ও সহায়ক পরিবেশ থেকে বঞ্চিত। আমরা চাই সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক।”

তিনি বুয়েটে র‍্যাগিং ও নিপীড়নের ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান এবং অতীতের ঘটনাগুলোরও বিচার দাবি করেন।

প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, “আবরারের মৃত্যু পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছিলো। তার বিচার অবশ্যই সম্পন্ন হবে।” তিনি আরও জানান, অতীতে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহারের মাধ্যমে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর তদন্ত প্রক্রিয়াও শুরু হয়েছে এবং সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়