উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত: ১৫ বছরের নিচে নিহত ১৮ শিক্ষার্থী, হাসপাতালে এখনও ৫৭ জন

আগের সংবাদ

বাবা, আমি বন্ধুদের সাহায্য করেছি—জানালা দিয়ে শুয়ে থাকা দীপ্তর আর্তি!

পরের সংবাদ

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে আটক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫ , ১১:১৩ পূর্বাহ্ণ আপডেট: জুলাই ২৪, ২০২৫ , ১১:১৩ পূর্বাহ্ণ

রাজধানীর ধানমন্ডি থেকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বর্তমানে তিনি রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে রয়েছেন।

ডিবি’র যুগ্ম কমিশনার মো. নাসিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, খায়রুল হকের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জে মোট তিনটি মামলা রয়েছে। এই মামলাগুলোর যে কোনো একটিতে তাকে গ্রেপ্তার দেখানো হবে।

কে এ বি এম খায়রুল হক?
২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন এ বি এম খায়রুল হক। ২০১১ সালের ১৭ মে, ৬৭ বছর পূর্ণ হওয়ায় তিনি অবসর গ্রহণ করেন। পরে আওয়ামী লীগ সরকারের সময় তাকে আইন কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ১৩ আগস্ট তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন। এরপর থেকে তিনি আর জনসমক্ষে দেখা দেননি।

আলোচিত ভূমিকা ও বিতর্ক
বিচারপতি খায়রুল হক দায়িত্বকালীন সময়ে বিভিন্ন আলোচিত রায় দিয়েছেন, যার মধ্যে অন্যতম ছিল ত্রয়োদশ সংশোধনী রায়, যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয়। এছাড়াও তিনি আদালতের রায়ের মাধ্যমে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে প্রত্যাখ্যান করেছিলেন।

তার বিরুদ্ধে বিতর্কিত বিচারপতিদের শপথ পড়ানো, খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ, আগাম জামিনের এখতিয়ার হ্রাসসহ একাধিক বিষয় নিয়ে রাজনৈতিক ও আইনি মহলে সমালোচনা ছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়