সাংবাদিক বিটু আহমেদের মৃত্যুতে অভয়নগর রিপোর্টাস ক্লাবে দোয়া অনুষ্ঠিত

আগের সংবাদ

যশোর বোর্ডে এসএসসির খাতা চ্যালেঞ্জ করে প্রায় ৫০ হাজার আবেদন

পরের সংবাদ

উত্তরায় বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন মোদি

প্রকাশিত: জুলাই ২১, ২০২৫ , ৯:৫০ অপরাহ্ণ আপডেট: জুলাই ২১, ২০২৫ , ৯:৫০ অপরাহ্ণ

হতাহতের সংখ্যা বেড়ে ২০, আহত শতাধিক; দ্রুত আরোগ্য কামনা ভারতীয় প্রধানমন্ত্রীর

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের সাথে একাত্মতা প্রকাশ করে, সম্ভাব্য সব ধরনের সমর্থন ও সহায়তা দিতে ভারত প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

 

মোদির শোকবার্তা ও সংহতি

আজ সোমবার (২১ জুলাই, ২০২৫) সন্ধ্যায় সামাজিক মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদি বলেছেন, “ঢাকায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায়—যাদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী–আমরা গভীরভাবে মর্মাহত। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা।”

তিনি আরও বলেন, “আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। ভারত বাংলাদেশের সাথে সংহতি প্রকাশ করে এবং সম্ভাব্য সকল সহায়তা ও সমর্থন দিতে প্রস্তুত।”

 

দুর্ঘটনার সর্বশেষ হতাহতের তথ্য

উল্লেখ্য, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ২০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) তথ্যমতে এই সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।

নিহতদের মধ্যে বার্ন ইনস্টিটিউটে ২ জন, সিএমএইচ-ঢাকায় ১২ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ২ জন এবং উত্তরা আধুনিক হাসপাতালে ১ জনসহ মোট ২০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে আইএসপিআর। এই মর্মান্তিক ঘটনায় আহত হয়েছেন শতাধিক ব্যক্তি।

ভারতের প্রধানমন্ত্রীর এই শোকবার্তা এমন কঠিন সময়ে বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সংহতির একটি বড় উদাহরণ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়