পাইকগাছায় বনবিবি'র বৃক্ষরোপন কর্মসুচি অব্যহত

আগের সংবাদ

শ্যামনগরের গর্ব হকি খেলোয়াড় রেহানা ও ষষ্ঠীকে রিপোর্টার্স ক্লাবের বিশেষ সংবর্ধনা প্রদান

পরের সংবাদ

উপজেলা নির্বাহী অফিসার নাজিব হাসানের উপস্থিতিতে “মৎস্য অবমুক্তকরণ প্রকল্প” উদযাপিত

প্রকাশিত: জুলাই ২১, ২০২৫ , ৭:৪০ অপরাহ্ণ আপডেট: জুলাই ২১, ২০২৫ , ৭:৪০ অপরাহ্ণ

রোটারি বর্ষ (২০২৫-২৬) এর রোটারি ক্লাব অব যশোর রূপান্তরের প্রথম সার্ভিস প্রজেক্ট “মৎস্য অবমুক্তকরণ প্রকল্প” আজ সোমবার (২১ জুলাই, ২০২৫) আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পালিত হয়েছে। এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি ঝিকরগাছায় কপোতাক্ষ নদী এবং শার্শার বেতনা নদীতে বাস্তবায়িত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্যদের উপস্থিতি

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা, যশোরের উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার নাজিব হাসান। অনুষ্ঠানের প্রোগ্রাম চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন রোটারিয়ান হাবিবুর রহমান নাসির

এছাড়াও উপস্থিত ছিলেন রিপসা (RIPSA) টিমের অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর রোটারিয়ান ফজলে রাব্বি মোপাশা, অ্যাসিস্ট্যান্ট কো-কো-অর্ডিনেটর পাস্ট প্রেসিডেন্ট আজিজুর রহমান রনি, ক্লাব প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ রোটারি ক্লাবের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ।

 

প্রকল্পের গুরুত্ব

এই “মৎস্য অবমুক্তকরণ প্রকল্প” নদীর জীববৈচিত্র্য রক্ষা এবং স্থানীয় মৎস্য সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রোটারি ক্লাব অব যশোর রূপান্তর সামাজিক দায়িত্ব পালনে তাদের অঙ্গীকার পুনর্বার তুলে ধরেছে এই প্রকল্পের মাধ্যমে। এমন উদ্যোগ স্থানীয় পরিবেশ ও অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়