মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে হুমকি ও সাংবাদিকের পিতাকে মারধরের অভিযোগ

আগের সংবাদ

উত্তরায় বিমান বিধ্বস্ত: মাইলস্টোন স্কুলে শোকের মাতম, নিখোঁজ শিক্ষার্থীদের খোঁজে আর্তনাদ

পরের সংবাদ

উত্তরায় বিমান বিধ্বস্ত: মাইলস্টোন স্কুলে আগুন, নিহত অন্তত ১৯, আহত শতাধিক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৫ , ৫:২০ অপরাহ্ণ আপডেট: জুলাই ২১, ২০২৫ , ৫:২০ অপরাহ্ণ

মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা, ঘটনাস্থলে উচ্চপদস্থ কর্মকর্তারা

রাজধানীর উত্তরায় ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত অন্তত ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এই দুর্ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যান্টিন ভবনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

দুর্ঘটনার মুহূর্ত ও ভয়াবহতা

আজ (শনিবার) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান F-7 বিজেআই বিধ্বস্ত হয়। বিমানটি সরাসরি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যান্টিন ভবনে আঘাত হানলে মুহূর্তেই দাউ দাউ করে আগুন ধরে যায়, যা চারিদিকে আতঙ্ক ছড়িয়ে দেয়।

উদ্ধার অভিযান ও স্বজনদের আহাজারি

দুর্ঘটনার পরপরই শিক্ষার্থী, অভিভাবকসহ আহতদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে সশস্ত্র বাহিনী ও ফায়ার সার্ভিস। অ্যাম্বুলেন্সের সাইরেন আর দগ্ধদের চিৎকারে চাপা পড়ে যায় সব স্বাভাবিক শব্দ। সন্তানদের খোঁজে উদ্বিগ্ন অভিভাবকরা ঘটনাস্থলে ভিড় জমান, এবং আশপাশের সাধারণ মানুষও উদ্ধার তৎপরতায় যোগ দেন।

আইএসপিআর’র তথ্য ও উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি

আইএসপিআর (আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর) জানায়, দুপুর ১টা ৬ মিনিটে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করেছিল। পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এছাড়া, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

আহতদের বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ নেওয়া হয়। পাশাপাশি আশপাশের বিভিন্ন হাসপাতালেও দগ্ধ ও আহতদের পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়