তিব্বতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের অনুমোদন দিল চীন, শঙ্কায় বাংলাদেশ-ভারত

আগের সংবাদ

ঐকমত্যের পথে রাজনৈতিক দলগুলো, জুলাইয়ের মধ্যেই ‘জুলাই সনদ’ চূড়ান্তের আশা

পরের সংবাদ

বান্দরবানের মর্যাদাহানি: এনসিপি নেতাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা ছাত্র সমাজের!

প্রকাশিত: জুলাই ২০, ২০২৫ , ৭:২৭ অপরাহ্ণ আপডেট: জুলাই ২০, ২০২৫ , ৭:২৭ অপরাহ্ণ

বান্দরবানের প্রতি অবমাননাকর মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম-কে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করেছে স্থানীয় ছাত্র সমাজ। একই সঙ্গে দাবি উঠেছে, যতদিন না তিনি প্রকাশ্যে ক্ষমা চাইবেন, ততদিন বান্দরবানে তার প্রবেশ ও দলের সকল কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

রোববার দুপুরে বান্দরবান প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘ছাত্র সমাজ’ ব্যানারে এই ঘোষণাটি দেন জেলার ছাত্র নেতারা। তারা বলেন, গত ৩ জুলাই পঞ্চগড়ে অনুষ্ঠিত জুলাই পদযাত্রায় সারজিস বান্দরবান সম্পর্কে বলেন, “এটি হচ্ছে শাস্তিস্বরূপ চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাঠানোর জায়গা” — যা সরাসরি পার্বত্য চট্টগ্রামের জনগণের সম্মানের প্রতি চরম অবমাননা।

ছাত্র নেতারা জানান, এনসিপির স্থানীয় নেতারা আশ্বাস দিয়েছিলেন, ১৯ জুলাই বান্দরবানে অনুষ্ঠিত সমাবেশে সারজিস ক্ষমা চাইবেন। কিন্তু ওই দিন তিনি অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন এবং দলীয় অন্য কোনো নেতা এ বিষয়ে একটিও বক্তব্য দেননি।

ছাত্র সমাজের নেতাদের অভিযোগ, বারবার স্মরণ করিয়েও এনসিপির কেন্দ্রীয় নেতারা কোনো দায় স্বীকার না করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এর ফলে ছাত্র সমাজ ও পার্বত্য চট্টগ্রামের তরুণ প্রজন্মের মধ্যে ক্ষোভ চরমে পৌঁছেছে।

ছাত্র নেতা আসিফ ইসলাম বলেন, “বান্দরবান কোনো অপরাধীর নির্বাসনের জায়গা নয় — এটি ঐতিহ্যবাহী, জাতিগত ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ জনপদ। আমরা সম্মান চাই, দয়া নয়।”

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি আসিফ ইকবাল স্পষ্ট করে বলেন, “বান্দরবানকে অবমাননা করা মানেই আমাদের অস্তিত্ব অস্বীকার করা। কোনো রাজনৈতিক পরিচয়ই আমাদের সম্মান রক্ষার পথ আটকাতে পারবে না।”

এ সময় তারা সরকারকে আহ্বান জানান, যারা “শাস্তিস্বরূপ বদলি” হিসেবে দীর্ঘদিন ধরে পার্বত্য এলাকায় কর্মরত, তাদের প্রত্যাহার করা হোক। একই সঙ্গে ভবিষ্যতে এমন অবমাননাকর বক্তব্য বা মনোভাব প্রতিহত করতে রাষ্ট্রকে কঠোর অবস্থান নিতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়