সেনা অভিযানে 'শুটার শামীমের' বাড়ি থেকে অস্ত্র, নগদ টাকা ও চেক উদ্ধার

আগের সংবাদ

শ্রীপুরে আনোয়ার একাডেমিক কোচিং সেন্টারের উদ্যোগে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

পরের সংবাদ

গোপালগঞ্জে আবারো বাড়লো কারফিউয়ের মেয়াদ: রোববার সকাল ৬টা পর্যন্ত বলবৎ

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫ , ৭:১৯ অপরাহ্ণ আপডেট: জুলাই ১৯, ২০২৫ , ৭:১৯ অপরাহ্ণ

গোপালগঞ্জে আবারো বাড়ানো হলো কারফিউয়ের মেয়াদ, রোববার সকাল ৬টা পর্যন্ত বলবৎ

গোপালগঞ্জ জেলায় আবারও কারফিউয়ের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামীকাল রোববার সকাল ৬টা পর্যন্ত জেলায় কারফিউ বলবৎ থাকবে। আজ শনিবার (১৯ জুলাই, ২০২৫) জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আজ রাত ৮টা থেকে আগামীকাল (রোববার) সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।

কারফিউ জারির প্রেক্ষাপট:
উল্লেখ্য, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা-সহিংসতায় কয়েকজনের মৃত্যু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেদিন রাত ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়।

এরপর দ্বিতীয় দফায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১১টা পর্যন্ত কারফিউর সময়সীমা বাড়ানো হয়। তিন ঘণ্টা বিরতি দিয়ে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পুনরায় কারফিউ জারি করা হয়েছিল। এই নিয়ে তৃতীয় দফায় কারফিউয়ের সময়সীমা বাড়ানো হলো।

জনজীবনের প্রভাব:
এদিকে, চলমান কারফিউয়ের মধ্যেও শুক্রবার সকাল থেকে গোপালগঞ্জ শহর ও আশপাশের এলাকায় যানবাহনের স্বাভাবিক চলাচল দেখা গেছে। সকাল থেকেই আন্তঃজেলা বাস চলাচল শুরু হয় এবং বৃহস্পতিবারের তুলনায় আজ সড়কে মানুষের আনাগোনা কিছুটা বেশি লক্ষ্য করা গেছে। তবে, নতুন করে সময়সীমা বৃদ্ধির ফলে জনমনে আবারো উদ্বেগ দেখা দিয়েছে।

জেলা প্রশাসন সকলের প্রতি আরোপিত নির্দেশনা মেনে চলার এবং শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়