বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী মাওঃ মুনিরুল ইসলামকে সংবর্ধনা, কমিটি পুনর্গঠন ও দোয়া অনুষ্ঠিত
বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে এমপি প্রার্থী ও জেলা সহ-সভাপতি আলহাজ্ব মাওঃ মুনিরুল ইসলামের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই একই অনুষ্ঠানে পাইকগাছা ও কয়রা কমিটি পুনর্গঠন এবং শাপলা ও জুলাই-আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ শনিবার (১৯ জুলাই, ২০২৫) সকালে পাইকগাছা প্রেসক্লাবে এই সকল কর্মসূচি বাংলাদেশ খেলাফত মজলিসের কয়রা সভাপতি মাওঃ আকরাম হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহ-সভাপতি মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা হেফাজতে ইসলামের প্রধান উপদেষ্টা ও জেলা প্রশিক্ষণ সম্পাদক মুফতি মাহফুজুর রহমান, মহানগর কোষাধ্যক্ষ মাওঃ মুজাহিদুল রহমান ও মুফতি সালীমুল্লাহ, এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিস কয়রা উপজেলা শাখা সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ হালিমুল হক।
হরিঢালী ইউনিয়ন সভাপতি মাওঃ সাদেক-এর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন মাওঃ আনিস বিন সোহরাব, যুব মজলিস সভাপতি মাওঃ তৈয়বুর রহমান, হাফেজ মোসাদ্দেক বিল্লাহ, মাওঃ আব্দুল্লাহ, মাওঃ মেসবাহ, হাফেজ হুসাইন, মাওঃ আব্দুল কুদ্দুস, আব্দুল্লাহ সাকি, ফয়সাল আহমেদ, মোঃ আমান উল্লাহ, মাওঃ গোলাম রব্বানী, ও মাওঃ আবু সাঈদ।
এমপি প্রার্থীর বক্তব্য: অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে রিকশা প্রতীকের এমপি প্রার্থী ও জেলা সহ-সভাপতি আলহাজ্ব মাওঃ মুনিরুল ইসলামকে দলীয় নেতা-কর্মীরা সংবর্ধনা প্রদান করেন। এসময় মাওঃ মুনিরুল ইসলাম বলেন, “এ সংবর্ধনার প্রাপ্ত আমি না। এ সংবর্ধনা পাইকগাছা- কয়রার আপামর জনসাধারণের।” তিনি আরও বলেন, “আমরা চাই দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত পাইকগাছা-কয়রায় রাজনীতির জন্য পরিচ্ছন্ন একটা ময়দান কায়েম করা। খোলাফায়ে রাশেদীনের দ্বীন প্রতিষ্ঠা করাই বাংলাদেশ খেলাফত মজলিসের একমাত্র মূল লক্ষ্য।”
এই সভায় থানা ও ইউনিয়ন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।