শিক্ষার্থী মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়

আগের সংবাদ

সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের জানাজায় অর্ধশতাধিক মোবাইল ও নগদ টাকা চুরি!

পরের সংবাদ

প্রেসক্লাব পাইকগাছা এর ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫ , ৫:০৩ অপরাহ্ণ আপডেট: জুলাই ১৯, ২০২৫ , ৫:০৩ অপরাহ্ণ

প্রেসক্লাব পাইকগাছার সভা অনুষ্ঠিত, দেশ ও জনকল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্বারোপ

খুলনার পাইকগাছা প্রেসক্লাব কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ক্লাবের সভাপতি, সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান সভাপতিত্ব করেন।

ক্লাবের সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী আব্দুল আলীম, সদস্য মোঃ আহমদ আলী বাচা, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আজিজুল ইসলাম, মোঃ ফারুক হোসেন, মোঃ নুরুল আমিন পলাশ, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ শাহাদাত হোসাইন, মোঃ আওছাফুর রহমান, মোঃ শাহিন রেজা, মোঃ রাজু আহমেদ, মোঃ জিনারুল ইসলাম।

সভায় সংগঠনের সভাপতি প্রকাশ ঘোষ বিধান ক্লাবের সকল সদস্যকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি দেশ ও জনকল্যাণে কাজ করার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, সাংবাদিকদের দায়িত্ব শুধু তথ্য পরিবেশন নয়, বরং সমাজের ইতিবাচক পরিবর্তনেও ভূমিকা রাখা।

উপস্থিত সদস্যরা সভাপতির বক্তব্যে একমত পোষণ করেন এবং ভবিষ্যতে আরও সক্রিয়ভাবে সাংবাদিকতার মাধ্যমে জনসেবায় আত্মনিয়োগ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়