পুলিশ পুরোপুরি সহযোগিতা করছে না': গোপালগঞ্জের ঘটনায় উপদেষ্টাদের গাড়িবহর আটক

আগের সংবাদ

গোপালগঞ্জে আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

পরের সংবাদ

যশোরে বঞ্চিতার সদস্যদের মধ্যে চেক বিতরণ

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫ , ৯:৫২ অপরাহ্ণ আপডেট: জুলাই ১৬, ২০২৫ , ৯:৫২ অপরাহ্ণ
যশোরের একটি বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা বঞ্চিতার সদস্যদের মধ্যে সমাজসেবা অধিদপ্তরের অনুদান বিতরণ করা হয়েছে। বুধবার সংগঠনের কার্যােলয়ে জেলা সমাজসেবা অফিসার অসিত কুমার সাহা প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন জয়তি সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা পরিচালক। অনুষ্ঠানে  আয়োজক সংগঠনের নির্বাহী পরিচালক নুরনাহার রানুর সভাপতিত্ব অনুষ্ঠানে অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।
বঞ্চিতা সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে যৌনপল্লীর যৌনকর্মীদের নিরাপদ জীবন,স্বাস্থ্য সুরক্ষা,চিকিৎসা সেবা,যৌনকর্মীদের নির্যাতন প্রতিরোধ,পুনর্বাসনসহ সর্বোপরি যৌনকর্মীর শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য এবং সকলের মানবাধিকার রক্ষাসহ বিভিন্ন কার্যক্রম জাতীয় ও আন্তর্জাতিক দিবস গুলোতে যথাযথভাবে সক্রিয় অংশগ্রহন বাস্তবায়ন করে আসছে। আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, সংস্থার উদ্যোগে ‘নারীপক্ষ’ এঁর তত্ত্বাবধানে বাংলাদেশে জাতীয় সমাজকল্যান পরিষদ সমাজকল্যান মন্ত্রণালয়ের অর্থায়নে আগামী  ব্যক্তি পর্যায়ে বিশেষ অনুদানের চেক বিতরণ  আয়োজন করা হয়েছে। উদ্দেশ্য হলো অনগ্রসর বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে  আর্থিকভাবে সহযোগিতা করা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়