কক্সবাজারের রামুতে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারি ‘ডেভিল সালাউদ্দিন বাবু’ গ্রেফতার
কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগে নামধারী, কুখ্যাত সন্ত্রাসী, বহু মামলার পলাতক আসামি এবং চিহ্নিত ইয়াবাকারবারী ডেভিল সালাউদ্দিন বাবু (২৮)-কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই, ২০২৫) দিবাগত রাতে গর্জনিয়া ফাঁড়ি পুলিশের অভিযানে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা সম্ভব হয়।
গর্জনিয়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ মোঃ শাহজাহান মুনিরের নেতৃত্বে একদল পুলিশ এই অভিযান পরিচালনা করেন।
এলাকায় ত্রাসের রাজত্ব:
স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা নামধারী এই বাবু আওয়ামী লীগ সরকারের আমলে কচ্ছপিয়া এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। চাঁদাবাজি, খুন, মারামারি এবং ইয়াবা চোরাচালানসহ অসংখ্য অপরাধে সে লিপ্ত ছিল বলে অভিযোগ রয়েছে। সালাউদ্দিন বাবু কচ্ছপিয়া পূর্ব তিতারপাড়া এলাকার মোঃ ইসমাঈলের ছেলে বলে জানা গেছে।
পুলিশের বক্তব্য:
পুলিশ জানিয়েছে, ডেভিল সালাউদ্দিন বাবুর বিরুদ্ধে ৩টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়াও স্থানীয়দের পক্ষ থেকে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গর্জনিয়া ফাঁড়ি পুলিশের ইন্সপেক্টর শাহজাহান মুনির স্থানীয় সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃত সালাউদ্দিন বাবুর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে। তার গ্রেফতারের পর কচ্ছপিয়া এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।