মোল্লাহাটে রূপসী পরিবহনের বাস খাদে পড়ে , আহত ২০ থেকে ৩০ জন।

আগের সংবাদ

মনিরামপুরে মাছবোঝাই ট্রাক দুর্ঘটনায় চালক-হেলপার নিহত

পরের সংবাদ

নয়াপল্টনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, শাহবাগ পর্যন্ত স্লোগানে মুখর ছিল রাজপথ

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫ , ৬:১০ অপরাহ্ণ আপডেট: জুলাই ১৪, ২০২৫ , ৬:৩৮ অপরাহ্ণ

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (১৪ জুলাই) বিকেলে শুরু হওয়া এই মিছিলটি কাকরাইল-মৎস্যভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

ছাত্রদল নেতাকর্মীরা দুপুর থেকেই নয়াপল্টন এলাকায় জমায়েত হতে থাকেন। বিকেল সাড়ে ৩টার দিকে মিছিল শুরু হলে তারা স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন আশপাশের এলাকা। মিছিলে শোনা যায়, “দিল্লি গেছে স্বৈরাচার, পিণ্ডি যাবে রাজাকার”—সহ নানা প্রতিবাদী স্লোগান।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নেতৃত্বে মিছিলে অংশ নেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সংগঠনটি জানিয়েছে, “গোপন সংগঠন দ্বারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি, শিক্ষাপ্রতিষ্ঠানের সুশৃঙ্খল পরিবেশ বিনষ্ট এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে” এই কর্মসূচি পালন করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, নয়াপল্টন কার্যালয়ের সামনের সড়ক ও ফুটপাতজুড়ে ব্যানার, ফেস্টুন ও স্লোগানে এলাকা মুখর হয়ে ওঠে। দুপুর ২টায় মিছিল শুরু হওয়ার কথা থাকলেও, কিছুটা দেরিতে বিকেলে তা শুরু হয়। মিছিলে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

এদিকে, কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি কার্যালয়ের আশপাশে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়