যশোরের বকুলতলায় স্থাপিত বঙ্গবন্ধু মুর্যাল অবশেষে ভেঙে ফেলা হয়েছে। রোববার (১৩ জুলাই) সকাল থেকে এই কার্যক্রম শুরু হয় এবং বুলডোজার দিয়ে পুরো মুর্যালটি গুঁড়িয়ে দেওয়া হয়। ভাঙা মুর্যালের জায়গায় এখন নির্মিত হচ্ছে নতুন ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’।
পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল হোসেন জানান, স্মৃতিসৌধের জায়গা ঘিরে থাকা প্রাচীরও ভেঙে রাস্তার সঙ্গে মিলিয়ে দেওয়া হবে, যাতে করে যানজট নিরসনে তা ভূমিকা রাখতে পারে।
যশোর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “এই স্মৃতিসৌধটি নির্মিত হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত বিভাগের যৌথ উদ্যোগে। প্রকল্পটির বাজেট নির্ধারণ করা হয়েছে ১৪ লাখ টাকা।”
স্মৃতিসৌধটির উচ্চতা হবে ১৮ ফুট এবং প্রস্থ ৬ ফুট। এর বিভিন্ন অংশে খোদাই করা হবে ২০২৪ সালের ঐতিহাসিক ‘জুলাই আন্দোলন’-এর সময় জনতার কণ্ঠে কণ্ঠে ধ্বনিত হওয়া প্রেরণাদায়ক স্লোগানগুলো। এসব স্লোগান হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সাহস, প্রতিবাদ ও প্রতিরোধের প্রতীক।
তিনি আরও বলেন, “এই স্মৃতিসৌধ হবে যশোরবাসীর গর্বের প্রতীক এবং আগামী প্রজন্মের অনুপ্রেরণার উৎস।”
আগামীকাল (সোমবার) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে স্মৃতিসৌধ নির্মাণ কাজের উদ্বোধন করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।