চট্টগ্রামের ৫টি সংসদীয় এলাকা

চট্টগ্রামের ৫টি সংসদীয় এলাকা: বাবার দেখানো পথে সাত সন্তান

আগের সংবাদ
স্বর্ণালংকার চুরি

শ্যামনগরে চেতনা নাশক স্প্রে করে দুই পরিবারে দুর্ধর্ষ ডাকাতি;১২ ভরি স্বর্ণালংকার চুরি, হাসপাতালে ভর্তি ৬ জন

পরের সংবাদ

উত্তরায় সুন্দর চেহারা ও মিষ্টি হাসির আড়ালে কোটি টাকা আত্মসাৎ গ্রেপ্তার ৩

প্রকাশিত: জুলাই ২, ২০২৫ , ৩:৩৪ অপরাহ্ণ আপডেট: জুলাই ২, ২০২৫ , ৩:৩৪ অপরাহ্ণ
কোটি টাকা আত্মসাৎ

বিদেশে পাঠানোর নামে সুন্দর চেহারা ও মিষ্টি হাসির আড়ালে কোটি টাকা আত্মসাৎ মামলায় উত্তরা ইন্টারন্যাশনাল ক্যারিয়ার কাউন্সিলের মালিক আতিকুল হক ওরফে আতিফ (৪৫) ও লাকী আক্তার (৪০) এবং তাদের সহযোগী নাছির সিকদার (২১) সহ ৩ জন কে আটক করেন উত্তরা পশ্চিম থানা।

উত্তরার ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টার থেকে মঙ্গলবার (১লা জুলাই) বিকেলে তাদের আটক করে ভুক্তভোগীরা। পরে খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা-পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উত্তরা ইন্টারন্যাশনাল ক্যারিয়ার কাউন্সিলের মালিক আতিকুল হক ওরফে আতিফ ও লাকী আক্তার এবং তাদের অফিসের কর্মচারী নাছির সিকদার।

ভুক্তভোগীদের অভিযোগে, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে প্রায় তিন শতাধিক লোকের কাছ থেকে ৫/৭ লাখ করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন তারা। বিদেশে পাঠানোর কথা বলে টাকা নিলেও তারা কাউকে বিদেশে পাঠান নি। মিষ্টি মিষ্টি কথা বলে গ্রামের সহজ সরল মানুষ গুলোকে ভুলিয়ে-ভালিয়ে টাকা নেন তারা।
এ ঘটনায় ভুক্তভোগী মো. রাজা বলেন, আমাকে ফিজিতে পাঠানোর কথা বলে সাড়ে ছয় লাখ টাকা নিয়েছে তারা। কিন্তু বিদেশেও পাঠায় না, টাকাও ফেরত দেয় না।

তিনি বলেন, ভুক্তভোগীদের মধ্যে আমরা ৩০ জন থানায় এসেছি। এর মধ্যে আমি বাদী হয়ে একটি মামলা দিচ্ছি।
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক বলেন আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়