দখলের অভিযোগ

কপিলমুনিতে জোর পূর্বক দোকানঘর দখলের অভিযোগ

আগের সংবাদ

ঝিকরগাছায় বসতবাড়িতে পরিকল্পিত চুরির অভিযোগ

পরের সংবাদ

কালিগঞ্জে ৩১দফা বাস্তবায়নে সাবেক এমপি কাজী আলাউদ্দিনের উদ্যোগে লিফলেট বিতরণ

প্রকাশিত: জুন ২৫, ২০২৫ , ৭:৫৭ অপরাহ্ণ আপডেট: জুন ২৫, ২০২৫ , ৭:৫৭ অপরাহ্ণ
এমপি কাজী আলাউদ্দিন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া হাটে বিএনপি ঘোষিত ৩১দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) বিকালে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই কর্মসূচি বাস্তবায়ন করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন। এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান, সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, উপজেলা জাসাস এর আহবায়ক মুরশিদ আলী গাজী, সিনিঃ যুগ্ম আহবায়ক শাহাজান আলী মোড়ল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী শরিফুল ইসলাম প্রমুখ।

উক্ত কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি ছিল যা চোখে পড়ার মতো। লিফলেটে ৩১ দফা দাবির গুরুত্ব, গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন ও জনজীবনের মৌলিক অধিকার প্রতিষ্ঠার বিষয়সহ গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

কাজী আলাউদ্দিন বলেন, “এই লিফলেট সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতেই বিতরণ করা হচ্ছে। দেশের ভবিষ্যৎ রক্ষায় ৩১ দফা বাস্তবায়ন অত্যন্ত জরুরি।”

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়