ইরানের প্রেসিডেন্ট

কাতারের আমিরের কাছে দুঃখ প্রকাশ করলেন ইরানের প্রেসিডেন্ট

আগের সংবাদ
আইনশৃঙ্খলা

পাইকগাছায় আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

পরের সংবাদ

সাত বলের ব্যবধানে শান্ত-সাদমান আউট, চাপে বাংলাদেশ

প্রকাশিত: জুন ২৫, ২০২৫ , ২:০৫ অপরাহ্ণ আপডেট: জুন ২৫, ২০২৫ , ২:০৫ অপরাহ্ণ
শান্ত-সাদমান

এসএসসি গ্রাউন্ডসে বুধবার (২৫ জুন) টস জিতে ব্যাটিংয়ে নেমে দিনের প্রথম সেশনে ২ উইকেটে ৭১ রান তুলে লাঞ্চে যায় বাংলাদেশ। কিন্তু লাঞ্চ থেকে ফিরে হোঁচট খেয়েছে টাইগাররা। মাত্র সাত বলের ব্যবধানে ফিরে গেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ওপেনার সাদমান ইসলাম। এতে বড় চাপেই পড়ে গেছে বাংলাদেশ।

দ্বিতীয় সেশনের দ্বিতীয় ওভারের শেষ বলে বিশ্ব ফার্নান্দোর বলে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে আউট হন শান্ত। আগের টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করা এই ব্যাটার আজ ৩১ বলে ৮ রান করেন।

এরপরের ওভারে থারিন্দু রত্নায়েকের শেষ বলে স্লিপে ক্যাচ দেন সাদমান ইসলাম। আউট হওয়ার আগে তিনি ৯৩ বল মোকাবিলা করে ৭টি চারে ৪৬ রান করেন।

এর আগে ইনিংসের শুরুতে এনামুল হক বিজয়কে হারিয়ে ব্যাকফুটে পড়ে বাংলাদেশ। ঘরোয়া ক্রিকেটের রানমেশিন খ্যাত বিজয় মাত্র ১০ বল খেলেই শূন্য রানে বোল্ড হন আসিতা ফার্নান্দোর বলে। এর আগে পরপর দুটি বলে স্লিপে জীবন পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি।

প্রথম উইকেট পতনের পর সাদমানের সঙ্গে জুটি গড়তে চেষ্টা করেন মুমিনুল হক। কিন্তু ২১ রান করে বাজে শটে ডি সিলভার শিকার হন এই সাবেক অধিনায়ক।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে। উইকেটে রয়েছেন মুশফিকুর রহিম (৭) ও লিটন দাস (৮)। ৩৩.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৯০ রান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়