পাইকগাছায় শিশু কল্যাণে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর যৌথ পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২২শে জুন রবিবার সকালে পাইকগাছা এপি সম্মেলন কক্ষে ১৪ জন আন্তর্জাতিক এনজিও, এনজিও এবং বেসরকারি খাতের কর্মীদের নিয়ে শিশু কল্যাণ অর্থবছর ২০২৫-এর জন্য একটি যৌথ পরিকল্পনা কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালা চলাকালীন, সমস্ত স্টেকহোল্ডাররা পার্টনারশিপের মূল নিয়ম নির্ধারণ করে,পার্টনারশিপের ভিশন সম্পর্কে বোঝে, শিশু কল্যাণ ইস্যুভিত্তিক মূল কারণ বিশ্লেষণ করে, ইস্যুভিত্তিক দৃষ্টিভঙ্গি বোঝে, প্রজেক্ট মডেল ও ইন্টারভেনশন এবং পার্টনারশিপের মূল্য বোঝে। কর্মশালায় ডিএসকে ডিওআরপি, নবোলক, চার্চ, ইসলামিক ফাউন্ডেশন , কমপ্যাশন বাংলাদেশ, বিডিআরসিএস, সিপিপি এবং বর্ণমালা কিন্ডার গার্টেন সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পাইকগাছা এপি ম্যানেজার বিভুদান বিশ্বাস। সঞ্চালন করেন, প্রোগ্রাম অফিসার পলাশ হিউবার্ট বিশ্বাস, সিনিয়র প্রোগ্রাম অফিসার নিউটন গোমেজ, স্পনসরশিপ ও চাইল্ড প্রটেকশন অফিসার ডিপল বিশ্বাস।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।