গল টেস্টের দ্বিতীয় দিনে এসে শেষ হলো শান্ত-মুশফিকের রেকর্ড জুটি। ৪৮০ বলের অবিচ্ছিন্ন লড়াইয়ে ২৬৪ রান যোগ করার পর চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ। ৩০৯ রানে এসে শেষ হলো অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ইনিংস, যিনি মাত্র দুই রান দূরে থেকে ডাবল সেঞ্চুরির স্বপ্নভঙ্গের শিকার হলেন।
আগের দিন মাত্র ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল টাইগাররা। সেই পরিস্থিতি থেকে দলকে উদ্ধার করে শক্ত ভিত গড়ে দেন শান্ত ও মুশফিকুর রহিম। শান্তর বিদায়ের পর দ্বিতীয় দিনের প্রথম সেশনে ব্যাটিং করছেন মুশফিক ও লিটন দাস।
শান্ত ২৭৯ বলে ১৫টি চার ও একটি ছক্কার সাহায্যে ১৪৮ রান করেন। এটি তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। তাঁর ইনিংস শেষ হয় আসিথা ফার্নান্দোর একটি ডেলিভারিতে, যা অফ স্টাম্পের বাইরের ছিল। ড্রাইভ করতে গিয়ে বল ঠিকঠাক খেলতে পারেননি শান্ত। মিড-অফে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচ নেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।
উল্লেখ্য, আগের দিন সংবাদ সম্মেলনে মুশফিক অধিনায়কের কাছ থেকে ডাবল সেঞ্চুরি চেয়েছিলেন। তবে শান্ত সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি। মনোযোগের সামান্য ঘাটতির কারণেই ফিরে যেতে হলো তাঁকে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯৯ ওভারে ৪ উইকেটে ৩১৩ রান।
ক্রিজে আছেন:
গলের উইকেট থেকে কিছুটা সুইং পাচ্ছেন পেসাররা। তবে ব্যাটাররা সতর্কভাবে খেলছেন, বড় সংগ্রহের দিকে এগোচ্ছে বাংলাদেশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।