ইরানে ইসরায়েলের সামরিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
শুক্রবার (১৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক হামলার ঘটনায় বাংলাদেশ তীব্র নিন্দা ও
গভীর উদ্বেগ প্রকাশ করছে। এই হামলাকে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং ইরানের
সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হচ্ছে। এতে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির ওপর
হুমকি তৈরি হয়েছে এবং নিরাপত্তার ক্ষেত্রে এর প্রভাব হতে পারে সুদূরপ্রসারী।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে এবং
এমন কোনো পদক্ষেপ না নেওয়ার অনুরোধ করছে, যা বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও
ঘনীভূত করতে পারে।
এছাড়া, জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়, তারা যেন মধ্যপ্রাচ্যে
স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একযোগে কার্যকর পদক্ষেপ নেয় এবং কূটনৈতিক ও পারস্পরিক
বোঝাপড়ার ভিত্তিতে দীর্ঘস্থায়ী ও টেকসই শান্তির পথ খুঁজে বের করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।