ঝিনাইদহে ‘উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’র আত্মপ্রকাশ

আগের সংবাদ

যশোরের শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা বেনাপোলে আটক

পরের সংবাদ

যশোরে অহিংস সমাজ গঠনের বার্তা দেবে “রান ফর যশোর”

প্রকাশিত: জুন ১২, ২০২৫ , ১১:২২ অপরাহ্ণ আপডেট: জুন ১২, ২০২৫ , ১১:২২ অপরাহ্ণ

শরীর ও মনের সুস্থতা, পারস্পরিক সংহতি এবং অহিংস সমাজ গঠনের লক্ষ্যে যশোরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে “রান ফর যশোর ১.০”। ১১ জুন যশোর টাউন হল মাঠ থেকে শুরু হবে এই ব্যতিক্রমী ম্যারাথন আয়োজন।
‘ইয়াভ ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত এই কমিউনিটি-ভিত্তিক দৌড় প্রতিযোগিতা শুধু ক্রীড়া আয়োজন নয়, বরং এটি একটি সামাজিক আন্দোলনের প্রতীক। আয়োজকরা জানান, ম্যারাথনের মূল বার্তা-সহিংসতা, আত্মহত্যা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং একটি মানবিক যশোর গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার।
প্রায় ৭.৫ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনের রুট নির্ধারণ করা হয়েছে যশোর টাউন হল মাঠ থেকে শুরু করে চাঁচড়া চেক পোস্ট পর্যন্ত এবং পুনরায় টাউন হল মাঠে শেষ হবে। আয়োজনে অংশ নেবেন স্কুল-কলেজের শিক্ষার্থী, যুব সমাজ, পেশাজীবী থেকে শুরু করে সিনিয়র সিটিজেনরাও।
‘রান ফর যশোর ১.০’- এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ইয়াভ ফাউন্ডেশন-এর উপদেষ্টা ডা. মো. আবুল কালাম আজাদ লিটু। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. মোক্তার আলী ও মো. নাসিম উদ্দিন খান। পুরো আয়োজনের প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রোহিত রায়।
আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। থাকছে প্রাইজমানির পাশাপাশি আরও আকর্ষণীয় পুরস্কার। জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড ‘হনর’ এই আয়োজনের টাইটেল স্পনসর হিসেবে যুক্ত হয়েছে।
ম্যারাথন শেষে বিকেলে অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর এন্টি ভায়োলেন্স’ যেখানে সংগীতের মাধ্যমে সহিংসতা বিরোধী বার্তা ছড়িয়ে দেওয়া হবে। আয়োজকরা জানান, এ আয়োজন শুধু একটি দৌড় নয়, বরং এটি হবে যশোর শহরের জন্য এক নতুন জীবনীশক্তির প্রতীক।
ইয়াভ ফাউন্ডেশন-এর পক্ষ থেকে জানানো হয়, “আমরা চাই যশোর হোক দেশের প্রথম ‘ওরেঞ্জ সিটি-এন্টি ভায়োলেন্ট সিটি’, যেখানে মানুষ শুধু সুস্থ দেহ নয়, সুস্থ মন নিয়েও বাঁচবে। এ উদ্যোগ তরুণদের মধ্যে নেতৃত্ব, দায়িত্ববোধ এবং পারস্পরিক সহানুভূতির চেতনা জাগিয়ে তুলবে।”

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়