চৌগাছা ফুটবল একাডেমিকে ৪টি ফুটবল প্রদান করেছেন আরএস স্পোটিং ক্লাবের সভাপতি ও চৌগাছা পৌর যুবদলের সদস্য সচিব মঈন উদ্দীন আহমেদ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্র্যাকটিসরত চৌগাছা ফুটবল একাডেমির কোচ ও খেলোয়াড়দের মাঝে এই ফুটবল বিতরণ করা হয়।
চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফুটবল প্রদান করেন। এসময় আরএস স্পোর্টিং ক্লাবের সভাপতি ও পৌর যুবদলের সদস্য সচিব মঈন উদ্দীন মঈন, চৌগাছা ফুটবল একাডেমির কোচ ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খেলার মাঠের উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং খেলোয়াড়দের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।