বেনাপোল কাস্টমসে কলম বিরতির ২য় দিন, আমদানি-রপ্তানি স্বাভাবিক

আগের সংবাদ

যশোরে প্রাকৃতিক জলাধার ও কৃষিজমি সুরক্ষার দাবিতে স্মারকলিপি প্রদান

পরের সংবাদ

হাসপাতালে দুদকের অভিযান, ৩২ ডাক্তারের ১০ জন অনুপস্থিত

প্রকাশিত: মে ১৫, ২০২৫ , ৭:০৮ অপরাহ্ণ আপডেট: মে ১৫, ২০২৫ , ৭:০৮ অপরাহ্ণ

রাজবাড়ী সদর হাসপাতালের নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুপুরে ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালকসহ একটি টিম হাসপাতালে অভিযান পরিচালনা করে।

এ সময় নিম্নমানের খাবার সরবরাহের পাশাপাশি তালিকা অনুযায়ী কম খাবার সরবরাহ করা, সপ্তাহে এক দিন খাসির মাংস দেওয়ার কথা থাকলেও ঈদের দিন ছাড়া না দেওয়া ও রোস্টার অনুযায়ী ৩২ জন ডাক্তার থাকার কথা থাকলেও ১০ জনই অনুপস্থিত পাওয়া যায়।

এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কমিশনকে অবগত করবেন বলে জানান ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাশার।

তিনি বলেন, আজকের খাবারের তালিকা অনুযায়ী প্রতিজন রোগীর যে পরিমাণ খাবার পাওয়ার কথা, তা সরবরাহ করা হচ্ছে না। মোট ২২ কেজি ২০০ গ্রাম মাংস দেওয়ার কথা থাকলেও রান্নাঘরে পাওয়া গেছে ১৫ কেজি ২০০ গ্রাম। যেখানে ৭ কেজিই কম পাওয়া গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়