দুই উপদেষ্টার সাবেক পিও, এপিএস ও এনসিপি নেতাকে দুদকে তলব

আগের সংবাদ

রাতের মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়

পরের সংবাদ

বাংলাদেশ সিরিজের জন্য আরব আমিরাতের দল ঘোষণা

প্রকাশিত: মে ১৫, ২০২৫ , ৬:৩৫ অপরাহ্ণ আপডেট: মে ১৫, ২০২৫ , ৬:৩৫ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এরই মধ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। টাইগারদের বিপক্ষে এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিকরা।

বৃহস্পতিবার (১৫ মে) বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য মোহাম্মদ ওয়াসিমকে অধিনায়ক করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আগামী শনিবার (১৭ মে) শারজাহতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে। একই মাঠে ১৯ মে সিরিজের শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

সংযুক্ত আরব আমিরাতের স্কোয়াড: মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), রাহুল চোপড়া, সঞ্চিত শর্মা, মোহাম্মদ জুহাইব, মোহাম্মদ জোহাইব, মোহাম্মদ জাওয়াদউল্লাহ, মতিউল্লাহ খান, হায়দার আলী, ইথান ডি’সুজা, ধ্রুব পরাশর, আসিফ খান, আরিয়ানশ শর্মা, আলিশান শরাফু, সগির খান ও সিমরানজিত সিং।

বাংলাদেশের স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়