একদফা দাবিতে নার্সিং শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, তীব্র যানজট

আগের সংবাদ

দৌলতপুরে যৌথবাহিনীর অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ২

পরের সংবাদ

সব প্ল্যাটফর্মে আ.লীগ সংশ্লিষ্ট সব পেজ বন্ধে বিটিআরসিকে চিঠি

প্রকাশিত: মে ১৪, ২০২৫ , ৬:২২ অপরাহ্ণ আপডেট: মে ১৪, ২০২৫ , ৬:২২ অপরাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের অনলাইন প্ল্যাটফর্মগুলো বন্ধে উদ্যোগ নিয়েছে সরকার। যার পরিপ্রেক্ষিতে ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিগ্রাম, এক্সের (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ‘ব্লক’ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি বিটিআরসিকে এ-সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

এর আগে, গত সোমবার (১২ মে) অন্তর্বর্তী সরকার একটি প্রজ্ঞাপন জারি করে। এতে আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞা থাকবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত। এই নির্দেশনার ভিত্তিতে নির্বাচন কমিশন আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন স্থগিত করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়