কোথায় আত্মগোপনে ছিলেন মমতাজ, যা জানা গেল

আগের সংবাদ

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিলেন জয়

পরের সংবাদ

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি বুধবার পর্যন্ত স্থগিত

প্রকাশিত: মে ১৩, ২০২৫ , ১২:৩৯ অপরাহ্ণ আপডেট: মে ১৩, ২০২৫ , ১২:৩৯ অপরাহ্ণ

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আপিল শুনানি আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আদালত। মঙ্গলবার সকাল ১০টা ৫ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। পরে তা বুধবার পর্যন্ত মুলতবি করা হয়।

শুনানিতে জামায়াতের পক্ষে রয়েছেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, তার সঙ্গে রয়েছেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার নাজিব মোমেন।

এর আগে গত ৭ মে এই দিন ধার্য করেছিলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ।

ওইদিন আদালতে জামায়াতের নিবন্ধন মামলা দ্রুত শুনানির জন্য আবেদন জানান আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

১২ মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়। এরপর আর শুনানি হয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়