৩৪ বছরেও স্বজন হারানোর বেদনা ভুলতে পারেনি উপকূলবাসী

আগের সংবাদ

ইবির চারুকলা বিভাগের কম্পিউটার ল্যাব উদ্বোধন

পরের সংবাদ

পালিয়ে দেশে ফিরলেন আরাকান আর্মির হাতে আটক ২ জেলে

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫ , ৮:০৫ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ২৯, ২০২৫ , ৮:০৫ অপরাহ্ণ

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের নাফনদী থেকে মিয়ানমারের বিদ্রোহী গোষ্টী আরাকান আর্মির হাতে আটক দুই বাংলাদেশি জেলে একদিন পর পালিয়ে এসেছেন। জেলেদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

অপহরণের একদিন পর বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে ও রাতে আরাকান আর্মির হেফাজত থেকে পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন তারা।

টেকনাফের হোয়াইক্যং এলাকার নাফনদীতে মাছ শিকারের সময় বুধবার (২৩ এপ্রিল) দুপুরে ওই দুই জেলেকে আটক করে নিয়ে যায় আরাকান আর্মি।

জেলেরা হলেন টেকনাফের হোয়াইক্যং বিজিবি চেকপোস্ট সংলগ্ন বালুখালী এলাকার বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে বাদশা আলম (৪৫) ও একই এলাকার রশিদ আহমেদ ছেলে আবুল কালাম (৪০)।

হোয়াইক্যং ইউনিয়নের উত্তর পাড়ার বাসিন্দা আটক জেলের বাদশা আলমের জেঠাতো ভাই মোহাম্মদ মানিক জানান, আরাকান আর্মি আটক দুই বাংলাদেশি জেলেকে নির্মম ভাবে শারীরিক ভাবে নির্যাতন করেছে। দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উখিয়া একটি এনজিও হাসপাতালে চিকিৎসাধীন ছিল। চিকিৎসা পরবর্তীতে বাড়িতে চলে আসেন।

উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন সাংবাদিকদের বলেন, হোয়াইক্যং সীমান্ত চৌকির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-১৮ থেকে দক্ষিণ পূর্বে আনুমানিক ৩ কিলোমিটার নাফ নদীতে বগার দ্বীপ নামক এলাকার নাফনদীতে মাছ শিকারে গিয়ে মিয়ানমার পানিসীমা অতিক্রম করলে দুইজন বাংলাদেশি জেলেকে আটক করে আরাকান আর্মি। পরবর্তীতে দুই জনে একদিন ফেরত এসেছে এমন সংবাদে পাওয়া গেছে।

তিনি বলেন, হোয়াইক্যং নাফনদী সীমান্ত দিয়ে জেলেদের মাছ শিকারের নিষেধাজ্ঞা থাকলেও সেটি অমান্য করে নাফনদীতে মাছ শিকারে যায় জেলেরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়