অভয়নগরে রাষ্ট্রীয় পাটকল চালুর দাবিতে পাট শ্রমিকদের মানববন্ধন

আগের সংবাদ

জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা গ্রহণে প্রস্তুত নজরুল বিশ্ববিদ্যালয়

পরের সংবাদ

পাওনা টাকা নিয়ে মামার হাতে ভাগ্নে খুন

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫ , ৯:২০ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ২৩, ২০২৫ , ৯:২০ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের কামিতার পাড়া এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে মামার হাতে ভাগ্নে খুন হয়েছে।

২৩ এপ্রিল দুপুর ১টায় কুতুবজোম ইউনিয়নের কামিতার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মোঃ কাশিম (৩৫) ফিশিংবোট শ্রমিক। তিনি ওই এলাকার মোঃ কালামিয়ার পুত্র।

নিহত কাশিমের ভাই ও স্ত্রী অভিযোগ করে বলেন, পাওনা টাকাকে কেন্দ্র করে কাশিমের সাথে তার আপন মামা মো.গফুর ও গফুরের অপর ভাই হাছন আলীর সাথে কথা কাটাকাটি হয়।

এই ঘটনায় কাশিমের ছয় বছরের কন্যা শিশু সকালে স্কুলের যাওয়ার পথে তাকে পথ অবরোধ করে মারধর করতে চায় হাছন আলী গফুর ও তার পরিবার।

পরে স্থানীয়রা শিশুটিকে স্কুলে পৌঁছে দিলে গফুর, হাছন আলী, গফুরের পুত্র সাজ্জাদ, শাহেদ খান, রিফাত ও রাসেল স্থানীয় কবির বাজারে গিয়ে কাশিমকে মারধর করে।

কাশিম বাজার থেকে প্রাণে বাঁচতে দৌড়ে বাড়িতে চলে আসলে গফুর, হাছন আলী, সাজ্জাদসহ অন্যান্যরা ধারালো দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে কাশিম কে কুপিয়ে পালিয়ে যায়।

তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. কাশিম কে মৃত ঘোষণা করে।

এই ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী শাস্তি দাবী করেছেন নিহতের পরিবার।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে মহেশখালী থানা পুলিশ।

জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়