মাদক ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে নুরুল ইসলাম (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
নিহত নুরুল ইসলাম উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ই-২ এর বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, মঙ্গলবার (২২ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ২/ ই সংলগ্ন আমগাছতলা এলাকায় মাদক ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে সালেহ নামক রোহিঙ্গা মুদি দোকানি নুরুল ইসলামকে ডেকে নেন।
এসময় রোহিঙ্গা নুরুল আজিম (৩০), সৈয়দুল আমিন প্রকাশ কালা সোনা মিয়া (৪০), মো. সাদেক (২০), মো. কায়সার (১৯) এবং মুদি দোকানি সালেহ তাকে এলোপাথাড়ি ধারালো চাকু দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাতে গুরুতর জখম করেন।
খবর পেয়ে ভিকটিম নুর ইসলামের বড় ভাই রিদোয়ান (২৭ ) এবং বন্ধু ফারুক (২২) তাদের উদ্ধার করতে গেলে হামলাকারীরা তাদেরকেও কুপিয়ে রক্তাক্ত জখম করেন।
আহত ৩ জনকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মো. রিদোয়ান এবং ফারুককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অপর গুরুতর আহত নুরুল ইসলাম বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন বলেন, রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসী কর্মকান্ড লেগেই আছে। সন্ত্রাসীরা আইনের ফাঁক দিয়ে যেন বের হতে না পারে এব্যাবস্হা নিতে হবে।
ওসি আরও বলেন, নুরুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সৈয়দুল আমিন প্রকাশ কালা সোনা মিয়াকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।