আবারও টানা ৩ দিনের ছুটিতে দেশ

আগের সংবাদ

আশাশুনি সহকারী ভূমি কমিশনারের হস্তক্ষেপ বালু উত্তলন বন্ধ

পরের সংবাদ

৫ আগস্ট সকাল থেকে মধ্যরাত পর্যন্ত সংসদ ভবনে পালিয়ে ছিলাম : পলক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫ , ১২:৫৫ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ২৩, ২০২৫ , ১২:৫৫ অপরাহ্ণ

রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের দুই দিনের পুলিশ রিমান্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (২৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক এই আদেশ দেন।

এদিন রিমান্ড শুনানির সময় জুনাইদ আহমেদ পলক আদালতে বলেন, আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্ট সকাল থেকে রাত আড়াইটা পর্যন্ত স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও আমি (সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক) সহ ১২ জন জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে পালিয়ে ছিলাম। পরে সেনাবাহিনী উদ্ধার করে নিয়ে যায়।

পলক শুনানির সময় আরও বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমাকে জেলগেটেও জিজ্ঞাসাবাদ করতে পারেন। আমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক। এরপরে বিচারক রিমান্ডের আদেশ দেন।

নথি থেকে জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর বাড্ডা থানার মামলায় পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে গত বছরের ১৫ আগস্ট পলককে গ্রেপ্তার করা হয়। এরপরে বিভিন্ন মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়