বিশেষ বিসিএসে দুই হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ

আগের সংবাদ

অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন সামান্থা?

পরের সংবাদ

চাকমা তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রোহিঙ্গা যুবক আটক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫ , ১২:৩৪ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ২১, ২০২৫ , ১২:৩৪ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় চাকমা তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ছৈয়দুল ইসলাম (২৮) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তেলাখোলা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আটক রোহিঙ্গা যুবক উখিয়ার ১১নং রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকের বাসিন্দা সুলতান আহমদের ছেলে। ভুক্তভোগী তরুণী উখিয়ার বাসিন্দা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি স্থানীয়দের বরাতে বলেন, তেলখোলা চাকমা পাড়ার এক তরুণী কলাবাগানে কাজ করতে যায়। এসময় বুলেরঝিরি নামক নির্জন পাহাড়ি এলাকায় রোহিঙ্গা যুবক ওই তরুণীকে একা পেয়ে পেছন থেকে ঝাপটে ধরে। পরে ওই তরুণীর মুখ চেপে ধরে পার্শ্ববর্তী কলাবাগানে নিয়ে যায়।

একপর্যায়ে চাকমা তরুণীকে ধর্ষণচেষ্টা করে। ওই তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রোহিঙ্গা যুবক দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে স্থানীয়রা ওই যুবককে আটক করে আমাদের হস্তান্তর করেন। ধর্ষণচেষ্টা মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়