দেশের ইতিহাসে ‘সেরা নির্বাচন’ করবে অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা

আগের সংবাদ

চলতি বছর ভারতে যেতে আগ্রহী ইলন মাস্ক

পরের সংবাদ

ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় রাখার দাবিতে আমরণ অনশন

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫ , ৬:০৮ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ১৯, ২০২৫ , ৬:০৮ অপরাহ্ণ

ড. ইউনূসকে পাচঁ বছর ক্ষমতায় রাখার দাবিতে তিন দিন ধরে আমরণ অনশন কর্মসূচি পালন করছে ‘বাংলাদেশ সংস্কার আন্দোলন’ নামের একটি সংগঠন। গত বৃহস্পতিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর‌্যের পাদদেশে এ কর্মসূচি পালন করছেন তারা।

জানা যায়, কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা তাদের ৫ দাবি সম্বলিত একটি ব্যানার টানিয়েছেন। পাশেই রয়েছে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ছবি সম্বলিত একটি ফেস্টুন।‘আগে সংস্কার পরে নির্বাচন, আগে জনতা পরে ক্ষমতা’ এবং ‘অন্তর্বর্তী সরকারের ন্যূনতম মেয়াদ ৫ বছর বৃদ্ধির দাবিতে প্রাথমিক অবস্থান এবং পরবর্তীতে চূড়ান্ত আমরণ অনশন’ লেখা সম্বলিত ওই ব্যানারে ৫ টি দাবি জানিয়েছেন অনশনকারীরা।

তাদের দাবিগুলো হলো- ২৪ এর গণহত্যার বিচার, ৫ বছর রাষ্ট্র সংস্কারের পর নির্বাচন, স্থানীয় নির্বাচনের পরে জাতীয় নির্বাচন, প্রসাশন থেকে ফ্যাসিস্টের দোসরদের অপসারণ এবং নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা স্নাতক নির্ধারণ।

শনিবার বিকেলে কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা জানান, এ সরকারের মেয়াদ ন্যূনতম ৫ বছর মেয়াদ বৃদ্ধি করতে হবে। এতে সরকার রাষ্ট্রের সবগুলো বিভাগে সুষ্ঠু ও যথাযথ সংস্কার করা সম্ভব হবে।এটা করা গেলে রাষ্ট্রের সবগুলো বিভাগ যথাযথভাবে কাজ করতে পারবে। আর এর ব্যত্যয় ঘটলে রাষ্ট্র আগের মতো ফ্যাস্টিস্টের দখলে চলে যাবে।

তারা আরো জানান, দেশে চাঁদাবাজি, দখলদারি, খুন বন্ধ হয়নি। দেশে গত ৮ মাসে তেমন কোনো পরিবর্তন আসেনি।প্রক্রিয়াগুলো কেবল শুরু হয়েছে। আমরা চাই অধিক সময় লাগলেও ড. ইউনূস যেন সবগুলো সংস্কার করে যান। আমাদের দাবিগুলো মানা হলে কর্মসূচি প্রত্যাহার করব। আর না মানা হলে চূড়ান্ত আমরণ শুরু করব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়