রাজনীতিতে আসা ভুল ছিল না, নির্বাচন করলে হারব না: সাকিব

আগের সংবাদ

‘গণকবরে’ পরিণত হয়েছে গাজা: ডক্টরস উইদাউট বর্ডারস

পরের সংবাদ

‘ফ্যাসিস্টের মুখাকৃতি’ এখন টিএসসিতে

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫ , ৫:১৩ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ১৬, ২০২৫ , ৫:১৩ অপরাহ্ণ

সর্বসাধারণের দেখার সুবিধার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে রাখা হয়েছে এবারের আনন্দ শোভাযাত্রার মূল আকর্ষণ ‘ফ্যাসিস্টের মুখাকৃতি’।

একই সঙ্গে ৩২ জুলাই লেখাসংবলিত মোটিফও এর পাশে স্থান পেয়েছে।
এ ছাড়া জুলাই অভ্যুত্থানে শহিদ মীর মুগ্ধের স্মরণে তৈরি করা পানির বোতলের অবয়ব ডাকসু ও মধুর ক্যান্টিনের মাঝামাঝি রাস্তার পাশের রাখা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল বেলায় গণতান্ত্রিক ছাত্র সংসদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ শিল্পকর্মগুলো রাখা হয়।

বিশ্ববিদ্যালয়ের চারুকলার পরিবর্তে টিএসসির মতো এলাকায় এমন মোটিফ রাখার বিষয়ে জানতে চাইলে দলের নেতাকর্মীরা বলেন, সর্বসাধারণের দেখার সুবিধার্থেই ফ্যাসিবাদের মুখাকৃতি টিএসসিতে রাখা হয়েছে।

যারা বিভিন্ন কারণে আনন্দ শোভাযাত্রায় উপস্থিত হতে পারেননি তারা যেন এই ঐতিহাসিক মুখাকৃতির সাক্ষী হয়ে থাকতে পারেন, যে জন্যই রাখা হয়েছে।

এ বিষয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, “আনন্দ শোভাযাত্রাটাই মূলত শুরু হয়েছে এ অঞ্চলের মানুষের সৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদি যাত্রা হিসেবে।

আমরা দেখেছি নব্বইয়ের দশকে নতুন বছরকে অন্যায়-অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ যাত্রা দিয়ে শুরু করে। কিন্তু আমরা দেখেছি ’৯৬-এর পরবর্তি সময়ে যারা কিনা সৈরাচার তারাই এটাকে কুক্ষিগত করে রাখার প্রবণতা এখানে দেখা যায়।

কিন্তু নতুন বাংলাদেশে সেই আগের নামে প্রতিবাদ যাত্রাটা শুরু হয়। এবারের স্লোগান ছিল ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’।

এই থিমের আলোকে যে সদ্য পদচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনার মোটিফটা রাখা হয়।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়