সর্বোচ্চ ইনিংস, দ্রুততম শতরান, রেকর্ড জয় বাংলাদেশের

আগের সংবাদ

বেনাপোল বন্দর থেকে আরেকটি ট্রাক ফেরত নেওয়া হচ্ছে

পরের সংবাদ

“বরবাদ” দিয়ে আন্তর্জাতিক সিনেমা পরিবেশক হচ্ছেন শাকিব খান

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৫ , ৫:৩৬ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ১০, ২০২৫ , ৫:৩৭ অপরাহ্ণ

গত বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এসকে ফিল্মস ইউএসএ। সে সময় প্রযোজনা প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক যাত্রা শুরুর বিষয়ে আলোচনা হয় বলে জানা যায়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসকে ফিল্মস ইউএসএ জানিয়েছে, আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ১৯ এপ্রিল কানাডায় ‘বরবাদ’ মুক্তির মাধ্যমে এসকে ফিল্মস ইউএসএ আন্তার্জাতিকভাবে চলচ্চিত্র পরিবেশনা শুরু করছে।

এসকে ফিল্মস জানিয়েছে, অচিরেই মধ্যপ্রাচ্য, ইউরোপ, অস্ট্রেলিয়াতে এসকে ফিল্মস চলচ্চিত্র পরিবেশনা শুরু করবে। ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ঈদুল ফিতরে বাংলাদেশের ১২০টি সিনেমা হলে মুক্তির পর সারাদেশে ব্যাপক আলোচনা তৈরি করেছে বরবাদ। মুক্তির ১০ দিন পেরিয়ে গেলেও এখনও দর্শকদের এ সিনেমা নিয়ে আগ্রহ কমেনি। সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন; সবখানে এখনও হাউজফুল এটি।

দর্শকদের এই আগ্রহকে সম্মান জানিয়ে ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ১৯ এপ্রিল কানাডায় বরবাদ অফিশিয়ালি আন্তর্জাতিকভাবে রিলিজ করছে।

১৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের যেসব শহরে বরবাদ চলবে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নিউইউর্ক, বোস্টন, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, মিশিগান, সানফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেসে, ম্যারিল্যান্ড, বাফেলো, ফিলাডেলফিয়া। এদিকে, ১৯ এপ্রিল কানাডার বাঙালী জনবসতিপূর্ণ মন্ট্রিয়াল, অটোয়া ও টরেন্টো—এই তিন শহরে চলবে বরবাদ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়