Adrenalin pur am Bildschirm – teste das Plinko-Spiel von BGaming mit einem RTP von 99% und Multiplikatoren bis x1000, bestimme Risiko, Linienzahl und Einsatz selbst und kombiniere einfaches Gameplay mit hohen Auszahlungen.

আগের সংবাদ

চিকিৎসকদের কক্ষ ফাঁকা, কার্ডিওগ্রাফার দেখছেন রোগী

পরের সংবাদ

যশোরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫ , ৭:৪৮ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ৩, ২০২৫ , ৭:৫৩ অপরাহ্ণ

যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার (০৩ এপ্রিল) বিকেলে এ দুঘর্টনা ঘটে। নিহতরা হলেন খুলনা মজগুন্নী গ্রামের রুবেল হোসেন (৩২) ও তার মেয়ে ঐশি (১০)।

আহতরা হলেন খুলনা মজগুন্নী গ্রামের রুবেল হোসেন স্ত্রী জেসমিন (২৮), রুবেলের ছোট কন্যা তায়েবা (৪) ও পথচারী সদর উপজেলার কৃষ্ণবাটি ওসমান (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে রুবেল তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে মোটরসাইকেলে খুলনার মজগুন্নীতে ফিরছিলেন। পথে যশোরের পুলেরহাট এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা লোকাল বাস তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রুবেল ও তার মেয়ে ঐশি বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন জেসমিন ও ছোট মেয়ে তায়েবা। বাসটি দুর্ঘটনার পর পালানোর চেষ্টা করলে পথচারী ওসমানকে (১৯) ধাক্কা দেয়, তিনিও গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাসনাত জানিয়েছেন, দুর্ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়