চট্টগ্রামে তিন দিনে সিএমপির অভিযানে গ্রেফতার ৮০

আগের সংবাদ

যশোর জেলা যুবদলের কমিটি ঘোষণা আহ্বায়ক তমাল, সম্পাদক রানা

পরের সংবাদ

চান্দগাঁওয়ে ছাত্রলীগ-যুবলীগের নেতাসহ গ্রেপ্তার ৪

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৫ , ৭:০১ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৫ , ৭:০১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরে চান্দগাঁওয়ের বিভিন্ন জায়গায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ-যুবলীগের নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মো. আরিফ (২০), মো. সুমন (৩০), মো. ইমরান হোসেন (৩২) এবং এসএম সেলিম উদ্দিন (৫৪)।

এরমধ্যে আরিফ এবং সুমন ছাত্রলীগ নেতা, ইমরান হোসেন যুবলীগ নেতা এবং সেলিম উদ্দিন বায়েজিদ থানার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানিয়েছেন, গ্রেপ্তার চারজন বিস্ফোরক মামলার আসামি। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়