Ascend to Fortune Master Plinko online featuring a 99% RTP and sky-high payouts.

আগের সংবাদ

রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নিহত

পরের সংবাদ

জাহাজে ৭ খুন: সন্দেহভাজন একজন গ্রেফতার

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৪ , ১১:৩২ পূর্বাহ্ণ আপডেট: ডিসেম্বর ২৫, ২০২৪ , ১১:৩২ পূর্বাহ্ণ

চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে ৭ জন খুনের ঘটনায় সন্দেহভাজন আকাশ মণ্ডল ওরফে ইরফান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়, আকাশ মণ্ডলকে বাগেরহাটের চিতলমারী থেকে আটক করা হয়।

হত্যার ঘটনায় মামলা করেছে জাহাজের মালিকপক্ষ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে, লাইটার জাহাজ মালিকদের পক্ষে মো. মাহবুব মোর্শেদ বাদী হয়ে হাইমচর থানায় মামলাটি দায়ের করেন। মামলায়, খুন ও ডাকাতির অভিযোগ এনে ৮ থেকে ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

চাঁদপুর সদরের হরিণাঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জকে মামলা তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনা তদন্তে শিল্প মন্ত্রণালয়, জেলা প্রশাসন, কোস্ট গার্ড, জেলা ও নৌপুলিশের সমন্বয়ে আলাদা ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে, গত সোমবার চাঁদপুরের মাঝেরচর এলাকায় মেঘনা নদীতে সারবাহী জাহাজ থেকে পাঁচ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় গুরুতর আহত দুইজনকে হাসপাতালে নিলে তারাও মারা যান। আরও একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়েছে।

জাহাজ থেকে রক্তাক্ত চাইনিজ কুঠার, ছুরি, দুটি স্মার্টফোন, দুটি বাটন ফোন, একটি মানিব্যাগ ও নগদ ৮ হাজার টাকাও উদ্ধার করে পুলিশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়