কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি যশোর জেলা শাখার সভাপতি সাহিদ হাসান ও সাধারণ সম্পাদক এ কে এম নাজমুল ইসলাম স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ তফসিল ঘোষনা করে।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ জানুয়ারি’২৫ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। কেশবপুর প্রাথমিক শিক্ষক সমিতি ভবনে মনোনয়ন ক্রয় ২৬ ডিসেম্বর, মনোনয়ন জমা ২৮ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ২৯ ডিসেম্বর, মনোনয়ন প্রত্যাহার ৩০ ডিসেম্বর, চুড়ান্ত তালিকা প্রকাশ ৩০ ডিসেম্বর।
কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনোনীত হয়েছেন সমিতির যশোর জেলা সহ সভাপতি ইকরামুল কবীর উজ্জল। সদস্য দুজন হলেন সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক এ কে এম নাজমুল ইসলাম ও সহ সভাপতি মোহাম্মদ আরিফ হাসান। সংগঠনের জেলা শাখার সভাপতি সাহিদ হাসান বলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সংশোধীত গঠনতন্ত্র ২০২২ খ্রি. মোতাবেক যশোর জেলা শাখার কার্যকরী সংসদে। সভায় কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী সংসদের নির্বচনের সিদ্ধ্যান্ত গ্রহন করা হয়। নির্বাচন কমিশন গঠন ও তফসিল ঘোষনা করা হয়েছে। আগামী ১১ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।