যৌতুক মামলায় জেলহাজতে ইবি শিক্ষক

আগের সংবাদ

সমন্বয়ক ও রাজনৈতিক নেতাদের চাপে কোটা আন্দোলনে সহিংসতার মামলায় বেরোবির তিন শিক্ষক

পরের সংবাদ

ঘোড়াঘাটে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর ১মাস করে কারাদন্ড

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৪ , ৬:০৮ অপরাহ্ণ আপডেট: আগস্ট ২৯, ২০২৪ , ৬:০৮ অপরাহ্ণ

দিনাজপুরের ঘোড়াঘাটে ২ মাদক ব্যবসায়ী ও ৩ মাদকসেবীর ১ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্য আদালত।
কারাদন্ড প্রাপ্তরা হলেন,মাদক ব্যবসায়ী ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ী গ্রামের মৃত- ইছমাইল হোসেনের পুত্র মোঃ আইয়ুব আলী( ৬৫) ও মগলিশপুর গ্রামের মৃত- সরাফত আলীর পুত্র মো.রেজাইল করিম (৬০) মাদকসেবীরা হলেন- নুরপুর গ্রামের মো.দুদু মিয়ার পুত্র মো.দুলাল হোসেন (৩০),প্রাণ কৃষ্ণের পুত্র কমল কৃষ্ণ (৩৫) ও মৃত- আ. করিমের পুত্র আ. সালাম (৩২)।

ঘোড়াঘাট উপজেলার ৩ নং সিংড়া ইউপি চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ী সহ ৩ মাদকসেবীকে্ আটক করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট সোপর্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রফিকুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ মাদক ব্যবসায়ী ও ৩ মাদকসেবীর ১মাস করে কারাদন্ড প্রদান করেন।

২৯ আগষ্ট বৃহস্পতিবার সকাল ৯ টায় উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নের নুরপুর এলাকার ৩ টি বাড়ী থেকে ৩ মাদক সেবীকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসা বাদের ভিত্তিতে ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। ৩ নং সিংড়া ইউপি চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অত্র ইউনিয়নের নুরপুর গ্রামে অভিযান চালাই। মাদক সেবনের সময় হাতে নাতে ৩ জন মাদক সেবীকে আটক করে ইউপি পরিষদে তাদের জিজ্ঞাসাবাদে স্বীকার উক্তি অনুযায়ী ২ জন মাদক ব্যব্সায়ীকে আটক করি।

উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করে উপজেলা পরিষদে সোপর্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ১ মাস করে কারাদন্ড প্রদান করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়