২৪ দিনে এলো ২০ হাজার ৬০০ কোটি টাকার রেমিট্যান্স

আগের সংবাদ

শেখ হাসিনার ৫০০ কোটি ডলার আত্মসাৎ নিয়ে মুখ খুললেন রুশ রাষ্ট্রদূত

পরের সংবাদ

টিএসসিতে ৬ ঘণ্টায় সংগ্রহ ৮৪ লক্ষ টাকা

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৪ , ৭:২০ অপরাহ্ণ আপডেট: আগস্ট ২৫, ২০২৪ , ৭:২০ অপরাহ্ণ

সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যার পরিপ্রেক্ষিতে মারাত্মক বিপর্যস্ত হয়ে পড়েছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ বেশ কয়েকটি জেলা। এতে কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। এমতাবস্থায় বন্যাদুর্গতদের সহায়তায় গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রবিবার (২৫ আগস্ট) সকাল ১০ টা থেকে তৃতীয় দিনের মতো শুরু হয়েছে গণত্রাণ সংগ্রহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কেন্দ্রীয়ভাবে গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

গণত্রাণ সংগ্রহের তৃতীয় দিন আজ রবিবার সকাল ১০ টা থেকে বিকেল চারটা পর্যন্ত নগদ সংগ্রহ হয়েছে ৮৩ লক্ষ ৯০ হাজার টাকা। এ তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে হাসনাত জানান, আজ সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টিএসসি থেকে নগদ সংগ্রহ সব মিলিয়ে ৮৩ লক্ষ ৯০ হাজার টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়