ডাবল সেঞ্চুরি না পেলেও দারুণ সব রেকর্ড গড়েছেন মুশফিকুর রহিম

আগের সংবাদ

যবিপ্রবির শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন

পরের সংবাদ

রবিবার থেকে যে সূচিতে চলবে মেট্রোরেল

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৪ , ৬:১৩ অপরাহ্ণ আপডেট: আগস্ট ২৪, ২০২৪ , ৬:১৩ অপরাহ্ণ

আন্দোলনের কারণে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে সহিংতার ঘটনা ঘটেছিল। যার ফলে বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চলাচলের সূচি জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)

শনিবার (২৪ আগস্ট) ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্টের উপপ্রকল্প পরিচালক তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রোববার সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে সকাল ৭টা ১০ মিনিটে প্রথম ট্রেন ছেড়ে যাবে। আর রাতের শেষ ট্রেন ছাড়বে ৮টা ৩৩ মিনিটে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ৩০ মিনিটে। আর রাতের শেষ ট্রেন ছাড়বে ৯টা ১৩ মিনিটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তরা উত্তর থেকে সকাল ৭টা ১০ মিনিট থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত এবং ৮টা ৩৩ মিনিট থেকে ৯টা পর্যন্ত ১০ মিনিট হেডওয়ে রাখা হয়েছে। সকাল ৭টা ৩১ মিনিট থেকে বেলা ১১টা ৩৬ মিনিট ২টা ২৫ মিনিট থেকে ৮টা ৩২ মিনিট পর্যন্ত সময়ে হেডওয়ে রাখা হয়েছে আট মিনিট। এ ছাড়া সকাল ১১টা ৩৭ থেকে দুপুর ২টা ২৪ মিনিট পর্যন্ত অফ পিক আওয়ারে ১২ মিনিট হেডওয়ে রাখা হয়েছে।

অন্যদিকে মতিঝিল থেকে সকাল সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত এবং রাত ৯টা ১৩ মিনিট থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত স্পেশাল অফ-পিক আওয়ারে ১০ মিনিট হেডওয়ে রাখা হয়েছে। সকাল ৮টা ০১ মিনিট থেকে ১২টা ০৮ মিনিট পর্যন্ত এবং দুপুর ৩টা ০৫ মিনিট পর্যন্ত পিক আওয়ারে হেডওয়ে আট মিনিট রাখা হয়েছে। এ ছাড়া দুপুর ১২টা ৯ মিনিট থেকে ৩টা ০৪ মিনিট পর্যন্ত অফ পিক আওয়ারে ১২ মিনিট হেডওয়ে রাখা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়