আমেনা মহিলা মাদ্রাসার তিন শিক্ষককের অপকর্মের বিরুদ্ধে ছাত্রীদের মানববন্ধন

আগের সংবাদ

পদত্যাগ করলেন বাংলা একাডেমির মহাপরিচালক

পরের সংবাদ

মোহাম্মদপুর থেকে এক বস্তা পরিত্যক্ত অস্ত্র উদ্ধার

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৪ , ৭:২২ অপরাহ্ণ আপডেট: আগস্ট ১০, ২০২৪ , ৭:২২ অপরাহ্ণ

রাজধানীর মোহাম্মদপুরের চানমিয়া হাউজিং থেকে এক বস্তা অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার বিকেল ৩টার দিকে হাউজিংয়ের মুজিবুরের গাড়া এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে অস্ত্রগুলো উদ্ধার করে শেরে-বাংলা নগর আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা।

সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. নিজাম জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে আছে শটগান, থ্রি নট ত্রি, কাটা রাইফেল, পয়েন্ট টু টু বন্দুকসহ কিছু দেশীয় অস্ত্র। অস্ত্রগুলোর মধ্যে কিছু সচল এবং কিছু মরিচা ধরা ছিল।

তিনি বলেন এসব অস্ত্র আমাদের রাষ্ট্রীয় সম্পদ। আপনাদের কাছে এখনো যদি কোনো অস্ত্র থেকে থাকে, সেগুলো আমাদের কাছে জমা দিয়ে দেন। অন্যথায় কয়েক দিনের মধ্যে ঘোষণা আসলে আমরা অস্ত্র কারও কাছে পেলে তাদের শাস্তির আওতায় আনা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়