চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদিদের বিক্ষোভ

আগের সংবাদ

নির্বাচন ঘোষণা হলে দেশে ফিরবেন শেখ হাসিনা

পরের সংবাদ

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রনি আটক

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৪ , ৭:১৮ অপরাহ্ণ আপডেট: আগস্ট ৯, ২০২৪ , ৭:১৮ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য নুরুল আজিম রনিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে।

বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রামে সংঘর্ষে জড়ানোর পর নুরুল আজিম রনি আলোচিত হন। তিনি ঢাকায় হাসপাতালে আহত ছাত্রলীগের কর্মীদের সঙ্গে ছিলেন। রাজনৈতিক পট পরিবর্তনে বিদেশে যাওয়ার চেষ্টায় ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সহ-সমন্বয়ক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক পোস্টে লিখেন, নুরুল আজিম রনি বিমানবন্দর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বহদ্দারহাট ও নিউমার্কেট এলাকায় গুলি করার অভিযোগ রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়