বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর চব্বিশ ঘণ্টা পেরিয়ে গেলেও নতুন সরকার গঠিত না হওয়ায় কার্যত অচল হয়ে পড়েছে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত রাষ্ট্রীয় ও প্রশাসনিক কর্মকাণ্ড।
সরকারি কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র সচিবালয় খুললে হাতেগোনা কয়েকজন কর্মকর্তা অফিসে গিয়েছেন। সরকারি অনেক অফিসে কর্মকর্তাদের বাড়িতে চলে যেতে বলা বা তালাবদ্ধ করে রাখার তথ্যও পাওয়া গেছে। বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব যেসব মন্ত্রী ছিলেন, তাদের কারো সাথে কেউ যোগাযোগও করতে পারছেন না। তাদের অনেকের সরকারি বাসভবনে হামলা হয়েছে, তারা কোথায় রয়েছেন, কেউ জানে না।
অন্যদিকে সোমবার বিকেল থেকেই ঢাকাসহ সারাদেশে থানাগুলোতে হামলা ও কোথাও কোথাও অস্ত্র লুটের ঘটনায় কিছু পুলিশ সদস্যের মৃত্যুর পর চরম নিরাপত্তাহীনতার মধ্যেই কার্যত অচল হয়ে গেছে পুলিশ প্রশাসন। দেশের অধিকাংশ জেলা ও থানায় পুলিশ সদস্যদের কোন তৎপরতা নেই। বিভিন্ন জেলা উপজেলা থেকে জানা যাচ্ছে, সেখানকার স্থানীয় প্রশাসনও কাজ করছে না। অনেক স্থানে ডিসি,ইউএনও, ভূমি কর্মকর্তাদের কর্মকাণ্ড দেখা যায়নি।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে জুলাই মাস থেকে যে তীব্র আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশে, তাতে এ পর্যন্ত প্রায় চারশো মানুষের মৃ্ত্যু হয়েছে। আন্দোলনের একপর্যায়ে গতকাল সোমবার পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে চলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের সব নেতা ও মন্ত্রী আত্মগোপনে চলে যান। অবশ্য তাদের অনেকে আগেভাগে দেশের বাইরে চলে গেছেন বলে জানা যাচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।