পুলিশ নেই ঢাকার বেশিরভাগ থানায়, দেশের বহু থানায় ভাঙচুর, লুটপাট

আগের সংবাদ

চব্বিশ ঘণ্টার বেশি সময় সরকারহীন বাংলাদেশ, পুলিশ ও প্রশাসনে অচলাবস্থা

পরের সংবাদ

পুলিশ স্টেশন ও শাহজালাল বিমানবন্দরের দায়িত্বে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৪ , ৮:২৮ অপরাহ্ণ আপডেট: আগস্ট ৬, ২০২৪ , ৮:২৮ অপরাহ্ণ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকাসহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশন ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বিকাল ৫টার দিকে আনসারের মিডিয়া শাখা থেকে কালবেলাকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চলমান পরিস্থিতিতে দেশের নিপারপত্তা একেবারে ভেঙে পড়েছে। এমন অবস্থায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকাসহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশন ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এবং ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব প্রদান করা হয়েছে। আনসারের মিডিয়া শাখা থেকে এমন তথ্য জানানো হয়েছে। যা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবত থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়