বিক্ষোভ মিছিলে অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
চট্টগ্রামে নিউমার্কেট এলাকা দুই ঘণ্টা ধরে ‘ব্লকড’ করে রাখে আন্দোলনকারী শিক্ষার্থীরা। পূর্বঘোষিত ‘বিক্ষোভ কর্মসূচি’ পালন করতে নগরের নিউমার্কেট মোড়ে অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল শনিবার বেলা পৌনে তিনটায় এ কর্মসূচি শুরু হয়। সেখানে কোতোয়ালী, রিয়াজউদ্দিন বাজার, স্টেশন রোড, জুবিলী রোড এবং সিটি কলেজ অভিমুখী সড়কে আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হয়েছেন।
মিছিলে কয়েক হাজার শিক্ষার্থী অংশ নিয়েছেন। সংহতি জানিয়ে অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছেন। এতে নিউমার্কেট অভিমুখী ব্যস্ত চার সড়কেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় যানজট। আন্দোলনকারীরা নিউমার্কেট মোড়ে অবস্থান করলেও সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়নি। পুলিশ বলছে, সতর্ক অবস্থানে রয়েছে তারা। পরিস্থিতি বুঝেই নেবে ব্যবস্থা।
সরেজমিন দেখা যায়, বেলা আড়াইটা থেকে শিক্ষার্থীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে নিউমার্কেটের আশপাশের জড়ো হচ্ছিলেন। পরে বেলা পৌনে তিনটার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে নিউমার্কেট মোড় অবরোধ করেন। মিছিলে শিক্ষার্থীরা, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদিসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।