চট্টগ্রামে বৃষ্টি উপেক্ষা করে মাঠে নেমেছেন শিক্ষার্থীরা

আগের সংবাদ

উত্তরায় ধাওয়া পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড-কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ

পরের সংবাদ

কালীগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ৫, আটক ৫

প্রকাশিত: আগস্ট ২, ২০২৪ , ৭:৩৯ অপরাহ্ণ আপডেট: আগস্ট ২, ২০২৪ , ৭:৩৯ অপরাহ্ণ

৯ দফা দাবি আদায়ে ঝিনাইদহের কালীগঞ্জে গণপদযাত্রা ও বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে। এসময় পুলিশের লাঠির আঘাতে ৫ শিক্ষার্থী আহত হয়েছে । পুলিশ ৫ ছাত্রকে আটক করে থানায় নিয়ে যায়৷

আটককৃতরা হলেন- উপজেলার ফয়লা এলাকার মোয়াজ বিন সাইফুল, আড়পাড়া এলাকার তৌসিফ মাহাবুব, আড়পাড়ার নদীপাড়া এলাকার ইশান হোসেনসহ ৫ জন।

শিক্ষার্থীরা জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে শহরের সরকারি মাহতাবউদ্দিন কলেজ মাঠে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। এসময় পুলিশ সাধারণ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে। এসময় তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশের লাঠির আঘাতে ৫ শিক্ষার্থী আহত হয়েছে। পুলিশ ৫ জন সাধারণ শিক্ষার্থীকে আটক করেছে। পরে তারা শহরের নলডাঙ্গা ভ্যানস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। এসময় বক্তারা আটক শিক্ষার্থীদের ১২ ঘন্টার মধ্যে মুক্তির আল্টিমেটাম দেয়।

কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, শিক্ষার্থীদের মিছিল করতে নিষেধ করা হয়েছিল। তারা নিষেধ না শোনায় পুলিশ ৫ জনকে হেফাজতে নিয়েছে। তাদের ব্যাপারে খোঁজখবর নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়