পুষ্পপাড়া কামিল (এম এ) মাদ্রাসার প্রধান ফটক নির্মাণ কাজের উদ্বোধন

আগের সংবাদ

শিক্ষার্থী হত্যার প্রতিবাদে কুবি শিক্ষকদের মানববন্ধন

পরের সংবাদ

আওয়ামীলীগের শোক মিছিল অনুষ্ঠিত  : পাবনা

প্রকাশিত: আগস্ট ১, ২০২৪ , ৫:৩৮ অপরাহ্ণ আপডেট: আগস্ট ১, ২০২৪ , ৫:৩৮ অপরাহ্ণ
শোকাবহ আগস্টের প্রথম দিনে শোক মিছিল করেছেন পাবনা জেলা আওয়ামীলীগ । বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামীলীগের উদ্যোগে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শোক মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
শোক মিছিলে নেতৃত্ব দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স । জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সোহেল হাসান শাহীন ও পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান সহ জেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়